” প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারীত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্যে
কক্সবাজারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে” অনুষ্ঠিত হয়েছে
যুব র্যালী ও আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠান।
সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনে যুব সমাজরাই এগিয়ে আসবে,জুলাই অভ্যুত্থানই তার বলিষ্ঠ উদাহরণ।
এ ছাড়া উদ্যোক্তা তৈরী,চাকরীসহ সর্বক্ষেত্রই এখন প্রযুক্তিনির্ভর।তাই যুবদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে।কারণ, দক্ষ যুবসমাজই একটি দেশের আর্থ সামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব,জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৫ জন সফল যুব উদ্যোক্তাকে সাত লক্ষ ত্রিশ হাজার টাকার যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়।
এর আগে যুব-শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।