বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল এর মা সাবেক মহিলা সংসদ সদস্য সালেহা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সালেহা খানমের মৃত্যুতে শোকাভিভূত তারেক রহমান বলেন, একজন আদর্শ মা হিসেবে সালেহা খানম মেধা ও শ্রম দিয়ে তার সকল সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। ধর্মপ্রাণ নারী হিসেবেও তিনি সকলের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।এই সংগ্রামী রাজনীতিকের মৃত্যুতে তার পরিবারের মতো আমিও শোকাহত ও মর্মাহত।
শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারেক রহমান এসব কথা বলেন।
এতে তিনি আরও উল্লেখ করেন, পরিবারের হাল ধরার পাশাপাশি সালেহা খানম রাজনীতি ও সমাজসেবার নানা কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন।এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বলিষ্ঠ অনুসারী হিসেবে তিনি ছিলেন সমাদৃত।
সালেহা খানমকে উদারহস্ত ও জনকল্যাণমূলক জনপ্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়ে তারেক রহমান বলেন,একজন রাজনীতিক ও মা হিসেবে তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন সেটি তার সন্তাননদেরকে চিরকাল অনুপ্রাণিত করবে।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারেক রহমান বলেন, সৃষ্টিকর্তা যেনো শোকাবহ পরিবারকে এই মৃত্যুশোক সইবার ক্ষমতা লাভ করেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১০ টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক সংসদ সদস্য সালেহা খানম।