বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের কাউন্সিলে অধিবেশনে অন্তর হাসান আরিফকে সভাপতি, রহমান মিজানকে সাধারণ সম্পাদক এবং নুবাদ ওয়াদিয়া সাহিলকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হয় সম্মেলন ও কাউন্সিল। কক্সবাজার জেলা সংসদের আহ্বায়ক মুক্তাদিল জয়ের সভাপতিত্বে এবং অন্তর হাসান আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাবেক সভাপতি কলিম উল্লাহ কলিম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন শুভ।
জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সম্মেলনে বক্তারা বলেন, লড়াই-সংগ্রামের অনন্য সংগঠন ছাত্র ইউনিয়ন সবসময় ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ে দৃঢ় অবস্থান রেখেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় পর্যন্ত ছাত্র ইউনিয়ন তার সংগ্রামী অবস্থান ধরে রেখেছে। সম্মেলন শেষে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। যাতে সকলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষনা করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি: জিহাদ বিন সাবিত সহ-সাধারণ সম্পাদক: আনাস আবেদিন ইসাত সাংগঠনিক সম্পাদক: নুবাদ ওয়াদিয়া সাহিল দপ্তর সম্পাদক: মোহাম্মদ ফাহিম
কোষাধ্যক্ষ: শেখ আহমদ ফারুকি স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক: ইফতেহাল ইসরাত সংস্কৃতিক সম্পাদক: আজিল আলম ফাহিম সদস্য: মুক্তাদিল জয় সদস্য: মোহাম্মদ হাসান সদস্য: শাকিবুল হাসান,সদস্য: তামজিত তুহা।
প্রেস বিজ্ঞপ্তি 


















