কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেছেন, সমাজিক দায়বন্ধতার জায়গা থেকে তরুণদের কাজ করা দরকার। সে ধারাবিকতায় কক্সবাজারের অনেক যুব সংগঠন কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে ইয়ুথ হিউম্যানিট্যারিয়ান সার্ভিস অর্গানাইজেশন বেশ কিছু চমকপ্রদ কাজ করে প্রশংসা কুডিয়েছেন। তিনি আরো বলেন, সামাজিক উন্নয়নে তরুণদের আরো বেশী সম্পৃক্ততা জরুরী। ইয়ুথ হিউম্যানিট্যারিয়ান সার্ভিস অর্গানাইজেশন কক্সবাজারের উদ্যোগে দিনব্যাপী ওয়ার্কশপ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শুক্রবার (২০ ডিসেম্বর) সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট রমিজ আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের এইচ আর ডি ডিরেক্টর তাসবিউল হাসান রাউল ও মোহাম্মদ নাঈমের সঞ্চালনায় কক্সবাজারের লাবণী পয়েন্টের ট্যুরিস্ট পুলিশ হল রুমে দিন ব্যাপি এই কর্মশালা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ব্রাকের সাবেক লিগ্যাল এডভাইজর এডভোকেট খালেদ সালাহ উদ্দিন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি এডভোকেট জি.এম. আশেক উল্লাহ। এনজিও ইফসা প্রতিনিধি আবিদুর রহমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জম হোসেন।
বিশেষ অতিথি কক্সবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ।
কর্মশালায় উখিয়া-টেকনাফ,চকরিয়া-পেকুয়া, কক্সবাজার সদর রামু উপজেলা সহ জেলার অর্ধশত বাছাইকৃত তরুণ সদস্য ও সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।