চট্টগ্রামস্থ কুতুবদিয়া ছাত্র পরিষদের উদ্যোগে এক মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার চট্টগ্রামে আইডিয়াল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনি জেলা ও দায়রা জজ সিরাজ উদদ্দৌল্লাহ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ইউনূস হাসান, ব্যাংকার আবুল কাসেম, চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক এরশাদ উল্লাহ, সিটি কলেজের অধ্যাপক শাহাদাত কবির, চুয়েটের সহযোগী অধ্যাপক ড. নুরশেদুল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কবির, অধ্যাপক জাহাঙ্গীর আলম, ছাত্র পরিষদের সাবেক আহ্বায়ক দিল মোহাম্মদ ও কামাল হোসাইন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আদনানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপকূলীয় ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আকবর খান।
বিশেষ আলোচক হিসেবে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন কুতুবদিয়া সমিতির সভাপতি ডা. একেএম ফজলুল হক।
নওশাদ আলভীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআইইউসি লেকচারার আব্দুল আজিজ, সাবেক ছাত্রনেতা ও সমাজকর্মী মোহাম্মদ শাহনেওয়াজ কুতুবী, সিরাজুল আরেফিন, আব্দুল আজিজসহ কুতুবদিয়ার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হারুনুর রশিদ। ইফতারের আগে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কুতুব শরীফ দরবারের পরিচালক শাহাজাদা মনিরুল মান্নান।
কুতুবদিয়ার শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও সংযোগ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই মিলনমেলা ও ইফতার মাহফিল প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে। নবগঠিত কুতুবদিয়া ছাত্র পরিষদের সদস্যদের ভূমিকা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলে।
নিজস্ব প্রতিবেদক 
























