বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চকরিয়া উপজেলা ও পৌরসভার নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। উপজেলা ছাত্রদলের কমিটিতে রেজাউল করিম বাপ্পীকে আহবায়ক এবং আবদুল্লাহ আল নোমানকে সদস্য সচিব করা হয়েছে। পৌরসভা ছাত্রদলের কমিটিতে সাইমুল হাসান জামশেদকে আহবায়ক, সাইফুল ইসলাম স্বাধীনকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়।
পৌরসভা ছাত্রদলের নতুন কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন আব্দুল খালেক ছোটন,সাজ্জাদুল ইসলাম রানা,তৌহিদুল ইসলাম তুষার,রুবাইদুল ইসলাম তোফায়েলকে মনোনীত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে চকরিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নতুন কমিটি ঘোষিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা।