চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় চার ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনা হয়েছে।এতে অন্ততঃ ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায়
যাত্রীবাহী সৌদিয়া বাস ও রংভর্তি কার্ভাডভ্যানের সংঘর্ষ হয়েছে। এসময় আহত হয় কার্ভাডভ্যান চালক,হেলপার বাসের ৪যাত্রীসহ ৬জন।সংঘর্ষে কার্ভাডভ্যানে থাকা সমস্ত রং রাস্তায় পড়ে যায়।
শনিবার ১০ অক্টোবর দুপুর ১টার দিকে মহাসড়কের বানিয়ারছড়ায়
এ ঘটনা ঘটে।
একইদিন বিকাল ৪টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের চকরিয়া সরকারি কলেজ সংলগ্ন গেইট এলাকায় যাত্রীবাহী হানিফ পরিবহন ও ট্রাকের সংঘর্ষ হয়েছে।
এসময় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।এঘটনায় ট্রাক চালকসহ দুইজন আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন জানায়-সংবাদ পেয়ে দ্রুত পৃথক দুটি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।দুর্ঘটনাকবলিত এলাকা থেকে সৌদিয়া বাস,কার্ভাডভ্যান ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।