চকরিয়ার হারবাং এ যাত্রী বেশে চালককে মারধর করে ইজিবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দূর্বৃত্তরা।
সোমবার ৬ অক্টোরব রাত ১১টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং করমমুহুরী এলাকায় এ ঘটনা ঘটে।
জানাগেছে- হারবাং স্টেশন থেকে দুই অজ্ঞাত ব্যক্তি যাত্রী সেজে স্থানীয় অটো ড্রাইভার গোলাম কাদেরের ইজিবাইক (টমটম) এ উঠে।প্রথমে তারা চুনতি যাওয়ার কথা বললেও ব্যাটারির চার্জ কম থাকায় ড্রাইভার যেতে রাজি হননি।
পরে তারা অনুরোধ করেন করমমুহুরী পাড়া পর্যন্ত এগিয়ে দিতে।যাওয়ার সময় নির্জন এলাকায় গেলে চালককে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে জখম করে এবং টমটমটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ড্রাইভার গোলাম কাদেরের চিৎকারে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, এখন পর্যন্ত এই ধরনের সংবাদের তথ্য পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত সহযোগিতা করা হবে।