কক্সবাজার শহরের ডিসি পাহাড় এলাকায় ৭ বছরের শিশু আল মুহাম্মুদ হক আহাদকে অপহরণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানিয়েছে খেলাঘর আসর, কক্সবাজার জেলা।
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটির জেলা সভাপতি সুবিমল পাল পান্না ও সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন।
এদিকে শিশু হত্যার প্রতিবাদে আগামী শুক্রবার (১০ জানুয়ারি) সকাল দশটায় দক্ষিণ খুরুশকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করবে আনন্দময় খেলাঘর আসর।
সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিহত আহাদ তাদের কার্যনির্বাহী পরিষদের সদস্য আনোয়ারুল হকের শিশু সন্তান।
আনন্দময় খেলাঘর আসরের সংগঠক ধ্রুব সেন, উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহবান জানান।