ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হল সংসদে বিজয়ী হলেন বন কাগজে প্রচারণা চালানো টেকনাফের তামিম বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ উখিয়া-টেকনাফের নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: শাহজাহান চৌধুরী কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত স্কুল ব্যাগে ইয়াবা পাচার:চকরিয়ায় পুলিশের জালে দম্পতি চাকসু নির্বাচনের ফল ঘোষণা কখন? কক্সবাজারে ছিনতাইয়ে জড়িত পুলিশের ‘সাবেক সদস্য’ আটক শহরের সমিতিপাড়ায় আগুনে পুড়েছে ২ দোকান :১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি শেষ হলো চাকসুর ভোট গ্রহণ:চলছে গণনা ছাত্র প্রতিনিধি-সাংবাদিক মিলে টেকনাফে ‘চেয়ারম্যান ও প্রশাসক’ পদ দেয়ার কথা বলে কোটি টাকার বানিজ্য! জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি, এখান থেকে শুরু করুন: চবি উপাচার্য চাকসুর ভোটগ্রহণ শুরু সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, মিয়ানমার নাগরিক নিহত- বাংলাদেশি আহত চকরিয়া হারবাং ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি গঠিত তারুণ্যের উৎসব উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

কোরবানির পশু কেনার পর যে দোয়া পড়বেন

সামর্থ্যবান মুসলিমদের ওপর কোরবানি ওয়াজিব। যে ব্যক্তির কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে তিনি জিলহজের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত যেকোনো দিন কোরবানি করবেন। তবে প্রথম দিন অর্থাৎ, ১০ জিলহজ কোরবানি উত্তম।

আব্দুল্লাহ ইবনে কুরত থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, দিনগুলোর মধ্যে আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ দিন হলো নহরের দিন (অর্থাৎ কোরবানির প্রথম দিন) এরপর এর পরবর্তী দিন (অর্থাৎ কোরবানির দ্বিতীয় দিন)। (সুনানে আবু দাউদ: ১৭৬৫)

ঈদুল আজহার দিন ঈদের নামাজের পর আল্লাহ তায়ালার কাছে সব থেকে প্রিয় আমল আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করা।

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘কোরবানির দিন আদম সন্তান যে কাজ করে তার মধ্যে আল্লাহর কাছে সব চেয়ে পছন্দনীয় হচ্ছে রক্ত প্রবাহিত করা অর্থাৎ কোরবানি করা। কিয়ামতের দিন তা নিজের শিং, পশম ও ক্ষুরসহ উপস্থিত হবে।

তার (কোরবানির পশুর) রক্ত জমিন পড়ার আগেই আল্লাহর কাছে এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। অতএব তোমরা আনন্দের সঙ্গে কোরবানি কোরো।’ (তিরমিজি, হাদিস : ১৪৯৩)

ঈদুল আজহায় সুষ্ঠুভাবে কোরবানির কাজ করার জন্য অনেক আগে থেকেই পশু কিনে রাখা হয়। যখন কেউ কোরবানির জন্য পশু কিনবেন তখন তিনি হাদিসের ওপর আমল করতে পারেন। এতে খুব সহজেই রাসুল (সা.) এর সুন্নতের ওপর আমল করা হবে। এখানে একটি দোয়া তুলে ধরা হলো যা রাসুল (সা.) পশু কেনার পর পড়তে বলেছেন। দোয়াটি কোরবানির পশু কেনার পরও পড়া যেতে পারে।

এক হাদিসে  রাসুলুল্লাহ (সা.) বলেন, তোমাদের কেউ যখন উট ক্রয় করে, সে যেন তার কুঁজের ওপর হাত রেখে এই দোয়াটি পাঠ করে। দোয়াটি হলো—

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহ, ওয়া আউজু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহ।

অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার কাছে এর কল্যাণ এবং যে প্রকৃতির ওপর তুমি একে সৃষ্টি করেছ তার কল্যাণ প্রার্থনা করছি। আর তোমার কাছে এর অকল্যাণ এবং যে প্রকৃতির ওপর তুমি একে সৃষ্টি করেছ তার অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। (সুনানে আবি দাউদ, হাদিস : ২১৬০)

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হল সংসদে বিজয়ী হলেন বন কাগজে প্রচারণা চালানো টেকনাফের তামিম

This will close in 6 seconds

কোরবানির পশু কেনার পর যে দোয়া পড়বেন

আপডেট সময় : ১২:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

সামর্থ্যবান মুসলিমদের ওপর কোরবানি ওয়াজিব। যে ব্যক্তির কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে তিনি জিলহজের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত যেকোনো দিন কোরবানি করবেন। তবে প্রথম দিন অর্থাৎ, ১০ জিলহজ কোরবানি উত্তম।

আব্দুল্লাহ ইবনে কুরত থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, দিনগুলোর মধ্যে আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ দিন হলো নহরের দিন (অর্থাৎ কোরবানির প্রথম দিন) এরপর এর পরবর্তী দিন (অর্থাৎ কোরবানির দ্বিতীয় দিন)। (সুনানে আবু দাউদ: ১৭৬৫)

ঈদুল আজহার দিন ঈদের নামাজের পর আল্লাহ তায়ালার কাছে সব থেকে প্রিয় আমল আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করা।

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘কোরবানির দিন আদম সন্তান যে কাজ করে তার মধ্যে আল্লাহর কাছে সব চেয়ে পছন্দনীয় হচ্ছে রক্ত প্রবাহিত করা অর্থাৎ কোরবানি করা। কিয়ামতের দিন তা নিজের শিং, পশম ও ক্ষুরসহ উপস্থিত হবে।

তার (কোরবানির পশুর) রক্ত জমিন পড়ার আগেই আল্লাহর কাছে এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। অতএব তোমরা আনন্দের সঙ্গে কোরবানি কোরো।’ (তিরমিজি, হাদিস : ১৪৯৩)

ঈদুল আজহায় সুষ্ঠুভাবে কোরবানির কাজ করার জন্য অনেক আগে থেকেই পশু কিনে রাখা হয়। যখন কেউ কোরবানির জন্য পশু কিনবেন তখন তিনি হাদিসের ওপর আমল করতে পারেন। এতে খুব সহজেই রাসুল (সা.) এর সুন্নতের ওপর আমল করা হবে। এখানে একটি দোয়া তুলে ধরা হলো যা রাসুল (সা.) পশু কেনার পর পড়তে বলেছেন। দোয়াটি কোরবানির পশু কেনার পরও পড়া যেতে পারে।

এক হাদিসে  রাসুলুল্লাহ (সা.) বলেন, তোমাদের কেউ যখন উট ক্রয় করে, সে যেন তার কুঁজের ওপর হাত রেখে এই দোয়াটি পাঠ করে। দোয়াটি হলো—

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহ, ওয়া আউজু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহ।

অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার কাছে এর কল্যাণ এবং যে প্রকৃতির ওপর তুমি একে সৃষ্টি করেছ তার কল্যাণ প্রার্থনা করছি। আর তোমার কাছে এর অকল্যাণ এবং যে প্রকৃতির ওপর তুমি একে সৃষ্টি করেছ তার অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। (সুনানে আবি দাউদ, হাদিস : ২১৬০)