আসিফ নজরুল বলেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের আয়োজন করা হবে। অকারণে ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের নেই।”
আগামী জাতীয় নির্বাচন কোনো অবস্থাতেই সামনের বছর জুন মাস অতিক্রম করবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক বিফ্রিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এ বিফ্রিংয়ের আয়োজন করা হয়।
আসিফ নজরুল বলেছেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের আয়োজন করা হবে। অকারণে ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের নেই।”
“প্রধান উপদেষ্টা ক্যাটেগরিকালি বলেছেন, কোনো অবস্থাতেই নির্বাচন জুন অতিক্রম করবেনা। অযথা কালক্ষেপণ করার ইচ্ছা আমাদের নেই। আমরা বলেছি, আশঙ্কার কোনো কারণ নেই,” যোগ করেন তিনি।
বিএনপির সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আরও বলেন, “আমাদের কাছে মনে হয়েছে ওনারা (বিএনপি প্রতিনিধি দল) আমাদের ব্যাখ্যা বুঝতে পেরেছেন। আমার মনে হয়েছে, ওনারা সন্তুষ্ট। ওনাদের দেখে আমাদের খুশিই মনে হয়েছে।”
এদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার বাইরে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্ট নই।”
“প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি, ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়,” যোগ করেন তিনি।