বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কক্সবাজার জেলার নবগঠিত কার্যকরি কমিটির পরিচিতি সভা ও প্রথম জেনারেল মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মে সন্ধ্যায় সায়মান হেরিটেজ রেসিডেন্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি হাবিবুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি (সাধারণ সম্পাদক) মীর মোহাম্মদ আবদুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত সিদ্ধান্তে সমূহ হলো- এম,আরপি বাস্তবায়ন, উপজেলা কমিটি বিলুপ্তি, এক মাসের মধ্যে উপজেলা কমিটি পূর্ণঃগঠন, বার্ষিক পিকনিকের আয়োজন, নতুন সদস্য সংগ্রহ ও বই বিতরণ। এছাড়া সমিতিকে আরও গতিশীল করতে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, অসিত চৌধুরী, সদস্য তিলক চৌধুরী, দেলোয়ার হোসাইন কুতুবী, রাজু সেন, মোহাম্মদ আশরাফুল আজিজ, ভাস্কর দাশ, আবু কায়সার লিটন, আব্দুর রহিম, আবদুল বারী, এপোলো দত্ত, মো. ইকবাল হোসাইন, রফিকুর রহমান রফিক, উত্তম শীল ও লিটন সেন।