কুতুবদিয়া-মগনামা চ্যানেলে নিরাপদ পারাপারে সী-ট্রাক সংযোগের প্রক্রিয়া চলছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এটি চালু করার প্রক্রিয়া চলছে। যেহেতু বর্তমানে মগনামা জেটি কক্সবাজার জেলা পরিষদের অধিনে রয়েছে। তাই জেটি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা গেলে দ্রুত সী-ট্রাক চলাচল করতে পারবে।
মঙ্গলবার(১৫ জুলাই) বিকালে কুতুবদিয়া বড়ঘোপ -মগনামা চ্যানেল পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা এ কথা বলেন।
এসময় বিআইডব্লিউটিএ(চট্টগ্রাম) যুগ্ম পরিচালক মোহাম্মদ সেলিম, নির্বাহি প্রকৌশলী এএসএম আশরাফুজ্জামান, বন্দর ও পরিবহন বিভাগের মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
কুতুবদিয়া-মগনামা চ্যানেল পারাপারে সী-ট্রাক সংযোজনের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে সরেজমিন যাচাই পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান।