কক্সবাজারের কুতুবদিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ গ্রেডসহ গেজেটেড মর্যাদা প্রাপ্তিতে সংবর্ধনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।
উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাস্টার আমির উদ্দিনের সঞ্চালনায় সমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজাউল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, উপজেলা রেঞ্জ কর্মকর্তা আবদুর রাজ্জাক, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো: ফরহাদ মিয়া, কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, ধূরুং আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোরশেদুল আলম, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউছুফসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বক্তব্য রাখেন।
এতে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি করে সঠিক শিক্ষা প্রদান করে শিক্ষার্থীদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান।
নিজস্ব প্রতিবেদক 






















