কক্সবাজারের কুতুবদিয়ায় ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে যুবলীগ নেতা মোহাম্মদ সোহেলকে(৪০) আটক করেছে পুলিশ। তিনি কুতুবদিয়া উপজেলা যুবলীগের আওতাধীন উত্তর ধূরুং ইউনিয়ন যুবলীগের সদস্য।
বুধবার(৩০শে এপ্রিল) কুতুবদিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উত্তর ধূরুং থেকে তাকে আটক করে।
মোহাম্মদ সোহেল (৪০) উত্তর ধূরুং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাকখালী এলাকার মোহাম্মদ আবু মুছার পুত্র।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে মোহাম্মদ সোহেলকে আটক করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়েছে।