কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো: শাহরিয়ার নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার লেমশীখালী জাহালিয়া পাড়ায় এই ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের মাহাবু রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাড়িতে শাহরিয়ার বিদ্যুতিক লাইন থেকে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায়।
দ্রুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডা: নাহিদা মো: শাহরিয়ারকে (১৫) মৃত বলে জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুল হক বলেন, বিদ্যুতের শকে এক যুবক মারা যাবার বিষয়টি খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তারা প্রাথমিক তথ্য নেয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।
নিজস্ব প্রতিবেদক : 






















