কুতুবদিয়ায় অভিযান চালিয়ে বন্দুকসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী।
সোমবার রাতে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়া এলাকায় যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তি পরিচালিত অভিযানে তল্লাশি চালিয়ে জুম্মার পাড়া এলাকায় একটি লবণের মাঠ থেকে ১টি একনলা বন্দুক ও ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তীতে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানা গেছে।