জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুতুবদিয়া উপজেলা জামায়াত আয়োজন করে বিজয় মিছিলের।
বুধবার বিকাল ৫ টায় উত্তর ধুরুং, লেমশীখালী,দক্ষিণ ধুরুং , কৈয়ারবিল ইউনিয়ন থেকে জামায়াত, শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা মিছিলসহ আইডিয়াল হাই স্কুর মাঠে জড়ো হয়। অপরদিকে আলী আকবর ডেইল, বড়ঘোপের নেতা-কর্মীরা সেখানে যোগ দিয়ে বিশাল বিজয় মিছিল নিয়ে উপজেলা সদরে প্রবেশ করে, বড়ঘোপ বাজার হয়ে মুক্তমঞ্চে সমাবেশ করে।
এসময় উপজেলা জামায়াতের আমীর আ,স,ম শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, বড়ঘোপ ইউনিয়ন শাখার সভাপতি আহমেদ নুর, উপজেলা যুব বিভাগের সভাপতি রবিউল হোছাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান, উপজেলা শিবিরে সাবেক সভাপতি ও লাখ লেমশীখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করিম, উপজেলা শিবিরের সভাপতি মোহাম্মদ বিন ইব্রাহিম বক্তব্য রাখেন।