“সাম্য ও সমতায় ‘দেশে গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুতুবদিয়ায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সবমায় কর্মকর্তা মোঃ ওসমান গনির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।
সহকারী পরিদর্শক কর্মকর্তা তপন দাশের সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব উল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 




















