নানান আয়োজনে পালিত হলো উখিয়া রাজাপালংয়ের ইউপি সদস্য মরহুম বখতিয়ার আহমদের ৫ মৃত্যু বার্ষিকী।
এ উপলক্ষে বুধবার আছরের নামাজের পর কুতুপালং জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মরহুমের সন্তান ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দীন বলেন, মরহুম বখতিয়ার আহমেদের স্বপ্ন ছিলো এলাকার মানুষের জিবনমানের উন্নয়ন। সেইসাথে অবহেলিত এ জনপদের মানুষের অধিকার বাস্তবায়ন করা। তাঁর সন্তান হিসেবে আমরাও সে পথ অনুসরণ করবো।
এসময় এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বখতিয়ার আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার কুতুপালংয়ের বিভিন্ন হেফজখানায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
২০২১ সালের ২৩ জুলাই কুখ্যাত ওসি প্রদীপের হাতে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ক্রসফায়ারের নামে জনপদের জনপ্রিয় জনপ্রতিনিধি বখতিয়ার আহমেদ প্রাণ হারায় বলে জানান মরহুমের সন্তানেরা।