সাত বছর আগে টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার (২০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালত বদিকে মামলায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। পাশাপাশি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম শুনানিতে বলেন, “একরামুল হককে মোবাইলে কথা বলার সময় গুলি করে হত্যা করা হয়।” শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, আদালত বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ মে রাতে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরামুল হক। তিনি দীর্ঘ ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
গত ২০ আগস্ট র্যাবের হাতে গ্রেপ্তার হন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। আজ মামলার শুনানিতে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
নিজস্ব প্রতিবেদক : 

























