“ অধিকার,সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন ” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লেডিস ক্লাব, কক্সবাজারের উদ্যোগে আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার খরুলিয়া সরকারি শিশু পরিবার প্রাঙ্গনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন লেডিস ক্লাব, কক্সবাজারের সভাপতি হাফিজা শারমীন সুমী।
সভাপতির বক্তব্যে তিনি সকলকে ভেদাভেদ ও ব্যবধান ভুলে গিয়ে এক কাতারে থাকার আহবান জানান।
এ সময় লেডিসক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে শিশু পরিবারের কন্যাশিশুদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।