ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ০২ আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।
যাচাই বাছাই শেষে মহেশখালী-কুতুবদিয়া আসনে মনোনয়ন জমা দেয়া ৭ প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, গন অধিকার পরিষদের এস এম রোকনুজ্জামান খান, জাতীয় পার্টি মাহমুদুল করিম, ইসলামি আন্দোলন বাংলাদেশের জিয়াউল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের ওবাইদুল কাদের নদভীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। এবং জামায়তে ইসলামী মনোনীত প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আযাদ, স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলাসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন জেলা রির্টানিং কর্মকর্তা মো.আ.মান্নান।
শাহেদ হোছাইন মুবিন 





















