কক্সবাজার হোটেল এমপ্লয়িজ ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং অতিথিরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নেতৃবৃন্দ বলেন ,কক্সবাজার হোটেল এমপ্লয়িজ ইউনিয়ন একটি অরাজনৈতিক, অলাভজনক শ্রমিক সংগঠন, যা কক্সবাজারের পর্যটন শিল্পে নিয়োজিত সকল শ্রমিকের অধিকার রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধ গঠনের জন্য কাজ করে যাচ্ছে।
সংগঠনের মাধ্যমে পর্যটন শিল্পের সুন্দর পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সদস্যদের পেশাগত ও সামাজিক উন্নয়নে প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদান করা হয়। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি সময়ে রক্তদান কর্মসূচি ও সামাজিক সহায়তা কার্যক্রম চালু আছে এবং
নারী সদস্যদের কর্মসংস্থান, সমস্যা নিরসন ও চিকিৎসা সহায়তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় অংশগ্রহণকারীরা প্রত্যাশা করেন ভবিষ্যতেও এই সংগঠন কক্সবাজারের পর্যটন খাতকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করবে এবং সদস্যদের সার্বিক উন্নয়নে কাজ করবে।
সভা শেষে সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।