কক্সবাজার সরকারি কলেজে শুরু হয়েছে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব এবং উদ্ভাবনী ও উদ্যোক্তা মেলা।
মঙ্গলবার সকালে কলেজ মাঠে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং তারুণ্যের উৎসব উপলক্ষে ২দিন ব্যাপী পিঠা উৎসব, উদ্ভাবনী ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান।
এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক, শিক্ষক পরিষদ সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন ফারুকী, ক্রীড়া কমিটি-২০২৫ এর আহবায়ক প্রফেসর মোহাম্মদ আজিজুল মোস্তফা বুলু, তারুণ্যের উৎসব- ২০২৫ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ উল্লাহসহ কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষকবৃন্দ।
যেখানে বিএনসিসি (সেনা ও নৌ) ও রোভার স্কাউটের সদস্যবৃন্দ এবং বিপুল শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।