কক্সবাজার প্রেসক্লাবকে ‘দোসর মুক্ত’ করাসহ নানা দাবি তুলে ‘কক্সবাজার প্রেসক্লাব সংস্কার কমিটি’ ঘোষণা করেছেন ক্লাব সদস্য ও সাংবাদিকরা। ৫ সদস্য বিশিষ্ট ওই কমিটির আহবায়ক করা হয়েছে কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ নুরুল ইসলামকে। কমিটির সদস্য সচিব করা হয়েছে ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক নয়াদিগন্তের কক্সবাজার অফিস প্রধান জি এ এম আশেক উল্লাহকে। এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন ক্লাবের সিনিয়র সদস্য রুহুল কাদের বাবুল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি সভাপতি মোহাম্মদ হাসিম ও বাংলাদেশ প্রতিদিন কক্সবাজার প্রতিনিধি হাসানুর রশীদ।
জুলাই গণঅভ্যূত্থানের প্রথম বার্ষিকীতে মঙ্গলবার (০৫ আগষ্ট) দুপুরে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি আয়োজিত ‘দ্রোহের আগুন জ¦লে বুকে’ শিরোনামের আলোচনা অনুষ্টানের শেষ পর্যায়ে এসে এই কমিটি ঘোষণা দেয়া হয়। জেইউসি’র সহ-সভাপতি হুমায়ুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় ‘সংস্কার কমিটি’ পাঠ করেন জেইউসি সাধারণ সম্পাদক আনছার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেইউসি’র সাবেক সভাপতি এবং ইংরেজি দৈনিক নিউএজ ও রয়টার্স প্রতিনিধি মুহম্মদ নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেইউসি’র সদ্য সাবেক সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত অফিস প্রধান জি এ এম আশেক উল্লাহ।
সভায় কক্সবাজার প্রেসক্লাবের নানা অনিয়ম নিয়ে কথা বলেন বক্তাগণ। সকলেই অনতিবিলম্বে সংস্কার কমিটির দেয়া সুপারিশের ভিত্তিতে কক্সবাজার প্রেসক্লাব পরিচালনায় সংস্কার আনার দাবি জানানো হয়। নয়তো ৫ আগষ্টের মতো আরেকটি সাংবাদিক আন্দোলনের মাধ্যমে কক্সবাজার প্রেসক্লাবে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।