সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে শুরু হতে যাচ্ছে কক্সবাজার চাউল বাজার গীতা সংঘ প্রতিষ্ঠিত বর্ণাঢ্য “ষোড়শ প্রহরব্যাপী ৪৫ তম মহানামযজ্ঞ ২০২৫”। এবারের মহাযজ্ঞে থাকছে পাঁচদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, গীতা পাঠ, ভক্তিমূলক আলোচনা ও বিশেষ আয়োজন।
৯ মার্চ, রবিবার সকালে নগর পরিক্রমার মাধ্যমে শুরু হবে এই মহাযজ্ঞ। এরপর গীতা পাঠ, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হবে। বিকেলে মহাসমারোহে শুরু হবে নাম সংকীর্তন এবং রাতভর চলবে ভক্তিমূলক আলোচনা ও গৌর আরতি। এছাড়াও রয়েছে নাম সংকীর্তন, ভাগবত পাঠ, এবং মহাপ্রসাদ বিতরণ। ভক্তদের জন্য থাকছে গৌরলীলা আলোচনা এবং বৈষ্ণব সমাজের অতিথিদের শুভ আগমন।
১৪ মার্চ ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উদযাপনের মাধ্যমে এই মহানামযজ্ঞের সমাপ্তি ঘটবে। দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান এবং সন্ধ্যায় মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে পাঁচদিনের এই মহাযজ্ঞ।
কক্সবাজারের শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই মহানামযজ্ঞে অংশ নিতে দেশ-বিদেশের সমস্ত ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি।
এই মহাযজ্ঞ শুধু ধর্মীয় আয়োজনই নয়, এটি সম্প্রীতির এক মিলনমেলা যেখানে সকল শ্রেণির মানুষ একসঙ্গে নাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের চরণে আত্মনিবেদন করেন।
টিটিএন ডেস্ক: 





















