সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের আয়োজনে ৪ দিনব্যাপী ভরতনাট্যম নৃত্য ও শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। কর্মশালায় শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ে প্রশিক্ষণ দেন উচ্চাঙ্গ এবং নজরুল সংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক ইউসুফ আহমেদ খান এবং ভরতনাট্যম নৃত্যে প্রশিক্ষণ দেন নৃত্যবৃত্তি ঢাকা’র পরিচালক গোলাম মোস্তফা ববি।
২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানে সংগীত এবং নৃত্যে শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি মোহাম্মদ খুরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না।
সাধারণ সম্পাদক মনির মোবারক বলেন, শুদ্ধ সংস্কৃতিকে আরো বেশি উর্বর ও চর্চা করা, গান, নাচ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া, নৃত্য এবং সংগীত বিষয় আগ্রহ সৃষ্টি করানোই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।