কক্সবাজার শহরে মধ্যরাতে দেশীয় এক অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ মে) দিবাগত ১:৩০ এর দিকে হাশেমিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে ওই ছিনতাইকারী আটকের কথা জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।
ওসি বলেন, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৌরভ শুভ’র নেতৃত্বে একদল পুলিশ একটি অটোরিকশা (মিশুক) কে সন্দেহ হলে গতিরোধ করে। পরে তল্লাশির একপর্যায়ে দুজন পালিয়ে গেলে অটোরিকশার ব্যাটারি রাখার স্থান থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় আজিজুর রহমান নামে একজনকে আটক করে।
আটক আজিজুর রহমান পিএমখালী ৫ নং ওয়ার্ড সুইচগেইট এলাকার শফিউল্লাহ পুত্র। এসময় তার সাথে থাকা অটোরিকশা (মিশুক) টি জব্দ করা হয়।
এঘটনায় পলাতক দুজন সহ মোট ৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরর কথা জানিয়েছে পুলিশ।