কক্সবাজারে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ। যেখানে বিনামূল্যে প্রশিক্ষণ পাচ্ছেন ৪০ স্কুল পড়ুয়া তরুণ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং কক্সবাজার সুইমিং স্কুল ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল শৈবালের সার্বিক সহযোগিতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এসময় কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় মাসব্যাপী এই সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় অনেক দুর্ঘটনা ঘটে। এমন দুর্ঘটনা সাঁতার না জানার কারণে হয়ে থাকে। এমন দুর্ঘটনা এড়াতে প্রতি জেলায় ৪০ জন করে ৬৪ জেলায় সাঁতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি যারা নিয়ম জেনে সাঁতার শিখবে তারা বিশ্বের ভালো সাঁতারো হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে এবং দেশের সম্পদ হয়ে উঠবে।
কক্সবাজার সুইমিং স্কুলের পরিচালক রিয়াজুল কবির বলেন, ৪০ জন সাঁতারুকে বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছি। ক্রীড়া মন্ত্রণালয়ের টার্গেট হচ্ছে ৪০ জন থেকে যারা ভালো করবে তারা বিভাগীয় পর্যায়ে যাবে। বিভাগীয় পর্যায়ে ভালো করলে জাতীয় পর্যায়ে খেলবে এবং জাতীয় পর্যায়ে ভালো করলে বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়া জাপান এবং চিনের মতো সাঁতার প্রশিক্ষণ শুরু করতে পারলে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ করা যাবে।