২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সনাতন সম্প্রদায়ের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপুজা। এবারের পুজায় নিরাপত্তা জোরদারে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবে র্যাব সদস্যরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শহরের লালদীঘির পাড়ের স্বরস্বতী বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে র্যাব ১৫ এর উপ অধিনায়ক মেজর নজরুল ইসলাম একথা জানান।
এসময় তিনি বলেন এবারের দুর্গাপুজায় নিজস্ব কিছু প্লেন নিয়ে আগাচ্ছে র্যাব।
কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না করে সে জন্য তারা গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে। তাদের কাছে যে সব তথ্য আছে সে সব তথ্য তারা যাচাই বাছাই করছে।
কক্সবাজার জেলার সব পুজা মন্ডপে ১২ টি টহল টিম কাজ করবে।এছাড়া নিরাপত্তা দিতে দর্শনার্থীদের সাথে সাদা পোশাকে মিশে যাবে র্যাব সদস্যরা।
তিনি আরো জানান,হট লাইন চালু করা হচ্ছে । যে কোন পরিস্থিতিতে এই হট লাইন নাম্বারে যোগাযোগ করলে কুইক রেসপন্স করবে র্যাব।
অন্যদিকে প্রতিমা বিসর্জনের দিন সমুদ্র সৈকতে ওয়াচ টাওয়ার বসিয়ে,ড্রোন উড়িয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে বলে জানান এ কর্মকর্তা।
পরিদর্শন শেষে পুজা উদযাপন
কমিটির নেতাদের সাথে বৈঠক করেছে র্যাব কর্মকর্তারা।