বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যের জেরে পেকুয়া জুড়ে বিক্ষোভ করছে বিএনপি ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর।
বিএনপির নেতাকর্মীরা বলেন, শনিবার দুপুরে কক্সবাজার শহরে এনসিপির উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে বক্তব্যকালে নাসিরুদ্দীন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। যা
মূহুর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের ডাক দেয় পেকুয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীর শাস্তি দাবি করেন।
পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম.বাহাদুর শাহ্ বলেন, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার বাসীর আবেগ। কেউ এই আবেগ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। এটি একটি পরিকল্পিত যড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটোয়ারীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, পেকুয়া সদর পশ্চিম জোনের সভাপতি শাহ নেওয়াজ আজাদ, যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, উপজেলা কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ, শ্রমিকদল নেতা উসমান, ছাত্রদলের সাবেক আহবায়ক এম.ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মারেফুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক সাঈদি রহমান, পশ্চিম জোন ছাত্রদলের সাধারণ সম্পাদক এহসান উল্লাহ, ছাত্রনেতা হৃদয়সহ অন্যান্যরা।