কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ড দক্ষিণ বাহারছড়া এলাকার তরুণ নাজিম উদ্দিন (৩০) এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নাজিমের দুইটি কিডনিই সম্পূর্ণ বিকল হয়ে গেছে। বেঁচে থাকার জন্য তার প্রয়োজন ডায়ালাইসিস, নিয়মিত ওষুধ এবং কিডনি প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট)। যার আনুমানিক খরচ প্রায় ২৫ লক্ষ টাকার বেশি।
সাধারণ পরিবারের সন্তান নাজিমের চিকিৎসা খরচ গত ৭-৮ মাস ধরে সর্বস্ব ব্যয় করে চালিয়ে এসেছে তার পরিবার। এখন তারা চরম আর্থিক সংকটে। চিকিৎসার ব্যয় বহন করা তাদের আর সম্ভব নয়।
নাজিমের ছোট ভাই বেলাল উদ্দিন বলেন,“আমরা নিজেরা যা পারি করেছি। এখন দেশের মানুষ, সমাজের হৃদয়বান মানুষের দিকেই তাকিয়ে আছি। ভাইকে বাঁচাতে আপনাদের সাহায্য প্রয়োজন।”
🟢 সাহায্য পাঠানোর বিকাশ/নগদ নম্বর:
📞 বেলাল উদ্দিন (ছোট ভাই)
🔹 01858145598 (বিকাশ/নগদ)
🔹 01831966947