মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনা, অকালেই প্রাণ হারালেন দুই যুবক। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১২ টার দিকে নিয়ন্ত্রণ হারানো একটি মোটরসাইকেলের দুই আরোহী চাপা পড়েন বিপরীতমুখী চলন্ত বাসের চাকার নিচে।
উখিয়া উপজেলার থাইংখালী এলাকায় একটি অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাসিন্দা আলিস গাজীর ছেলে লিটন গাজী (২২) ও উখিয়ার বালুখালী ১২নং ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ রফিকের পুত্র আব্দুর রহমান (২১)।
সাতক্ষীরার লিটন উখিয়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধির দায়িত্বে ছিলেন, তার মরদেহ তালা উপজেলা’র খালিশখালী গ্রামে প্রেরণের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী জানান, ‘জেলা প্রশাসকের নির্দেশনাক্রমে নিহত লিটনের পরিবারের কাছে পরিবহন খরচ বাবদ নগত অর্থ সহায়তা হস্তান্তর করা হয়েছে, পাশাপাশি নিহত অপরজন আব্দুর রহমানের পরিবারকেও করা হয়েছে সহায়তা। ‘
স্থানীয় জনপ্রতিনিধি হেলাল উদ্দিন বলেন, ‘ কর্মের তাগিদে অল্প বেতনে ঘর ছেড়ে অনেক দূরে চাকরিতে এসেছিলেন লিটন। পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের এই তাৎক্ষণিক সহযোগিতা মানবিক দৃষ্টান্ত হয়ে থাকলো।’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রহণ করেছে নিহতদের পরিবার।