র্যাব ও বিজিবির যৌথ অভিযানে আটক হয়েছে উখিয়ার শীর্ষ মাদক কারবারি তাজ উদ্দিন।
১২ অক্টোবর রাতে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার থেকে যৌথ অভিযান চালিয়ে র্যাব -১৫ ও ৬৪ বিজিবির সদস্যরা তাকে আটক করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাবের সহকারি পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক।
তিনি জানান- আটককৃত তাজ উদ্দিন পূর্ব মরিচ্যাগ্রামের মৃত সেহের আলীর ছেলে। তাজ উদ্দিন এন্টি নারকোটিস টাস্কফোর্স কর্তৃক ঘোষিত কক্সবাজার জেলার শীর্ষ মাদক কারবারি । তাকে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।