চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের উত্থাল সময়ে উখিয়ায় আন্দোলনে সামনের সারির মুখ ছিলেন নারিয়া জাহান রুপ। জুলাই বিপ্লবে ভূমিকার রাখা সাহসী এই শিক্ষার্থী পেয়েছেন জুলাই কন্যা স্বীকৃতি।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে রুপকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী রুপের পিতা তারেক মাহামুদ চৌধুরী রাজীবের হাতে স্মারক তুলে দেন।
কন্যার স্মরণীয় অর্জনে পিতা রাজীব বলেন, ” পিতা হিসেবে রুপের জন্য আমি গর্বিত, সবাই দোয়া করবেন সে যেনো তার জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারে। ”
জুলাইকন্যা রুপের অবদান উখিয়ার নারী সমাজকে অনুপ্রাণিত করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী।
সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী’র নাতনি’ রুপের পিতা রাজীব উখিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এবং মা আইরিন মাহমুদ চৌধুরী উখিয়া উপজেলা জাতীয়তাবাদ মহিলা দলের সভাপতি।