উখিয়ার ইনানীতে স্থানীয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ইনানী শফিরবিল এলাকার একটি বসত বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ঐ যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ জুনায়েদ (২২), জালিয়াপালং ইউপির ৬ নং ওয়ার্ডের মোহাম্মদ আলমের পুত্র।
প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত কারণে জুনাইদ আত্মহত্যা করে থাকতে পারে।
এপ্রসঙ্গে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে এবং সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদক 



















