কক্সবাজারের উখিয়ার থাইংখালী এলাকার একটি রেস্টুরেন্টের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠেছে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে থাইংখালী বাজারের ঐ রেস্টুরেন্টের প্রবেশমুখে থাকা স্ক্রিনে এরকম স্লোগান দেখতে পায় স্থানীয়রা, যদিও সেসময় রেস্টুরেন্টটি বন্ধ ছিলো ।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন। এ ঘটনায় ঐ রেস্টুরেন্টের মালিক বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, ” সকালে ঘটনার তথ্য পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং কিভাবে স্ক্রিনে ঐ লেখা আসলো তা খতিয়ে দেখা হচ্ছে। ”
এর আগে ঢাকার ডিএনসি কার্যালয়,কমলাপুর স্টেশন, খুলনা রেলস্টেশনসহ কয়েকটি জেলায় সরকারি কার্যালয় কিংবা অধিদপ্তরের ডিসপ্লেতে নিষিদ্ধ ছাত্রলীগের স্লোগান ভেসে ওঠার অভিযোগ রয়েছে।