আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে একবেলা রান্নাকরা খাবার বিতরণ করেছে কক্সবাজারের তরুণ নেতৃত্বাধীন সংগঠন তারুণ্যের অভিযাত্রিক।
বৃহস্পতিবার দুপুরে শহরের বদর মোকাম, গুণগাছতলায় অসহায় মানুষের মাঝে, সুগন্ধায় রিক্সা চালক, ভ্যান চালক এবং পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
তারুণ্যের অভিযাত্রিক এর প্রতিষ্ঠাতা পরিচালক হিমেল বড়ুয়া হিমু বলেন, আমরা ২০১৮ সাল থেকে সবসময় অসহায় ও অসচ্ছল মানুষের পাশে ছিলাম। আজকে স্বেচ্ছাসেবী দিবসে আমাদের সংগঠনের পক্ষ থেকে গরিব, অসহায় মানুষের মাঝে একবেলা হলেও হাসি ফুটানোর চেষ্টা করা হয়েছে। আমরা এর মাধ্যমে বার্তা দিয়েছি সমাজের বিত্তবান শ্রেণির মানুষেরা যেন অসহায় মানুষের পাশে এগিয়ে আসেন।
এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয়।