ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মুলহোতা বাবু আটক: বাকীদের খুঁজছে পুলিশ চুপ প্রশাসন, নিষেধাজ্ঞা না মেনে আতশবাজি ফুটল সৈকতে বার্মিজ মার্কেট এলাকার বাসিন্দা বকুল আর নেই: জানাজা বৃহস্পতিবার ভালো কিছু শুরুর আশা পঁচিশের শেষ সূর্যাস্ত দেখতে আসা পর্যটকদের স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া জনজোয়ারে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার মানিক মিয়া এভিনিউয়ে জনতার ঢল সংসদ ভবনের পথে খালেদা জিয়ার মরদেহ কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে: মানতে হবে পুলিশী নির্দেশনা, বার বন্ধ থাকবে শোক পালন: সাগরতীরের তারকা হোটেলগুলোতে থার্টি-ফার্স্টের আয়োজন বাতিল চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা রুমিন ফারহানা-নীরবসহ ৮ জনকে বিএনপি থেকে বহিষ্কার

আনোয়ারীর স্ত্রী অসুস্থ, খোঁজ নিতে শাহজাহান চৌধুরী গেলেন হাসপাতালে

দেশের সর্বদক্ষিণের দুই উপজেলা উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসন।

রোহিঙ্গা ইস্যু ও সীমান্ত সহ নানা কারণে গুরুত্বপূর্ণ এই আসনটিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থী অনেক আগেই ঘোষণা করেছে দেশের দুটি বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতের হয়ে এ আসনে লড়ছেন দলটির জেলা আমির ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত জামায়াত নেতা আনোয়ারী’র স্ত্রী অসুস্থ অবস্থায় কয়েকদিন কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় আনোয়ারী’র স্ত্রীর খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

হাসপাতালে আনোয়ারীর সাথে সাবেক এই সংসদ সদস্যের কোলাকুলি’র একটি দৃশ্য মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নেটিজেনরা বিষয়টিকে সাধুবাদ জানিয়ে নানা লেখনিতে জানান দিচ্ছেন ‘নির্বাচনি প্রতিযোগিতার মাঠে সম্প্রতির রাজনীতির সুন্দর বার্তা বহন করছে’ এই মতবিনিময়।

উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক সরোয়ার আলম শাহীন নিজের ফেসবুকে লিখেছেন, ‘দুজন দুই দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী,কিন্তু বিপদের মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা নয়, মানুষ-মানুষের সম্পর্কটাই বড়। রাজনীতিতে এমন সৌহার্দ্যের মুহূর্তই মানুষকে নতুন করে আশাবাদী করে। দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে কিন্তু সম্পর্ক ভাঙে না।’

তিনি আরো লিখেন, ‘এই মানবিকতা, এই সহাবস্থানের সংস্কৃতি আরও ছড়িয়ে পড়ুক আমাদের সমাজে। হাসপাতালের সেই কোলাকুলির দৃশ্যটা যেন শান্তি ও ভালোবাসার বার্তা হয়ে পৌঁছে যাক সবার কাছে।’

নুর আহমদ আনোয়ারীর অফিসিয়াল ফেসবুক একাউন্ট থেকেও শাহজাহান চৌধুরীর সাথে তাঁর ছবি পোস্ট করা হয়েছে।

‘এডমিন পোস্ট’ ফুটনোট দিয়ে সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ হুজুরের অসুস্থ সহধর্মিণীর চিকিৎসার খোঁজ-খবর নিতে ইউনিয়ন হাসপাতালে কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহ জাহান চৌধুরী। ‘

অন্যদিকে শাহজাহান চৌধুরীর প্রেস সচিব মোহাম্মদ ইমরান জানিয়েছেন,
‘আনোয়ারী সাহেবের সহধর্মিণীর অসুস্থতার খবর পেয়ে নির্বাচনী অনেক ব্যস্ততা স্বত্ত্বেও হাসপাতালে  খোঁজ নিতে গিয়েছেন। তিনি খোঁজ নেওয়ার পাশাপাশি এসময় আনোয়ারী সাহেবকে ধৈর্য্যধারণ করার জন্য সুন্দর পরামর্শ দেন।’

প্রসঙ্গত, শাহজাহান চৌধুরী কক্সবাজার-৪ আসনে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যার মধ্যে সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেন।

জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তবে তিনি হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান হিসেবে টানা চারবার নির্বাচিত হয়ে বর্তমানেও দায়িত্বরত আছেন।

ট্যাগ :

This will close in 6 seconds

আনোয়ারীর স্ত্রী অসুস্থ, খোঁজ নিতে শাহজাহান চৌধুরী গেলেন হাসপাতালে

আপডেট সময় : ১০:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

দেশের সর্বদক্ষিণের দুই উপজেলা উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসন।

রোহিঙ্গা ইস্যু ও সীমান্ত সহ নানা কারণে গুরুত্বপূর্ণ এই আসনটিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থী অনেক আগেই ঘোষণা করেছে দেশের দুটি বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতের হয়ে এ আসনে লড়ছেন দলটির জেলা আমির ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত জামায়াত নেতা আনোয়ারী’র স্ত্রী অসুস্থ অবস্থায় কয়েকদিন কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় আনোয়ারী’র স্ত্রীর খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

হাসপাতালে আনোয়ারীর সাথে সাবেক এই সংসদ সদস্যের কোলাকুলি’র একটি দৃশ্য মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নেটিজেনরা বিষয়টিকে সাধুবাদ জানিয়ে নানা লেখনিতে জানান দিচ্ছেন ‘নির্বাচনি প্রতিযোগিতার মাঠে সম্প্রতির রাজনীতির সুন্দর বার্তা বহন করছে’ এই মতবিনিময়।

উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক সরোয়ার আলম শাহীন নিজের ফেসবুকে লিখেছেন, ‘দুজন দুই দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী,কিন্তু বিপদের মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা নয়, মানুষ-মানুষের সম্পর্কটাই বড়। রাজনীতিতে এমন সৌহার্দ্যের মুহূর্তই মানুষকে নতুন করে আশাবাদী করে। দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে কিন্তু সম্পর্ক ভাঙে না।’

তিনি আরো লিখেন, ‘এই মানবিকতা, এই সহাবস্থানের সংস্কৃতি আরও ছড়িয়ে পড়ুক আমাদের সমাজে। হাসপাতালের সেই কোলাকুলির দৃশ্যটা যেন শান্তি ও ভালোবাসার বার্তা হয়ে পৌঁছে যাক সবার কাছে।’

নুর আহমদ আনোয়ারীর অফিসিয়াল ফেসবুক একাউন্ট থেকেও শাহজাহান চৌধুরীর সাথে তাঁর ছবি পোস্ট করা হয়েছে।

‘এডমিন পোস্ট’ ফুটনোট দিয়ে সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ হুজুরের অসুস্থ সহধর্মিণীর চিকিৎসার খোঁজ-খবর নিতে ইউনিয়ন হাসপাতালে কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহ জাহান চৌধুরী। ‘

অন্যদিকে শাহজাহান চৌধুরীর প্রেস সচিব মোহাম্মদ ইমরান জানিয়েছেন,
‘আনোয়ারী সাহেবের সহধর্মিণীর অসুস্থতার খবর পেয়ে নির্বাচনী অনেক ব্যস্ততা স্বত্ত্বেও হাসপাতালে  খোঁজ নিতে গিয়েছেন। তিনি খোঁজ নেওয়ার পাশাপাশি এসময় আনোয়ারী সাহেবকে ধৈর্য্যধারণ করার জন্য সুন্দর পরামর্শ দেন।’

প্রসঙ্গত, শাহজাহান চৌধুরী কক্সবাজার-৪ আসনে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যার মধ্যে সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেন।

জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তবে তিনি হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান হিসেবে টানা চারবার নির্বাচিত হয়ে বর্তমানেও দায়িত্বরত আছেন।