বাঁকখালী নদীর স্থাপনা উচ্ছেদের মামলায় আদালতে আত্মসমর্পন করলেন বিশিষ্ট ঠিকাদার ও কক্সবাজার শহরের এন্ডারসন সড়কের বাসিন্দা আতিকুল ইসলাম সিআইপি।
বুধবার (১২ নভেম্বর) কক্সবাজার জেলা ও দায়রা জজ আবদুর রহিমের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।
কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর এডভোকেট সিরাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি বাঁকখালী নদীর স্থাপনা উচ্ছেদের সময় সরকারি কাজে বাঁধা ও হামলার ঘটনায় বিআইডব্লিউটিএ ও পুলিশ বাদী হয়ে দায়ের করা তিনটি মামলায় আতিকুল ইসলাম কে আাসামী করা হলে তিনি উচ্চ আদালতের ৬ সপ্তাহের আগাম জামিন পান।
আগাম জামিনের সময়সীমা শেষে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে আতিকুল ইসলাম কে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করে।
নিজস্ব প্রতিবেদক 


















