ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাখাইনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে: ড. খলিলুর রহমান রামু বাইপাসে ‘খালেকুজ্জামান চত্বর’ পূনর্বহালের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন খালেদা জিয়া নারী শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন: রামুতে কাজল ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নারী-শিশুসহ অন্তত ৩৬ জন নিহত ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে : তারেক রহমান সাংবাদিকদের ৩টি কলিজা লাগে: জামায়াত আমির তারা নাকি জান্নাতের টিকিট দেবে, নাউজুবিল্লাহ: সালাহউদ্দিন আহমদ আন্তর্জাতিক বিমানবন্দর হলেই কি কক্সবাজারে পর্যটনের বৈপ্লবিক পরিবর্তন আসবে? রোহিঙ্গা ছাড়া জাতিসংঘে রোহিঙ্গা সম্মেলন: ‘নায়ক ছাড়া নাটক’ মন্তব্য কক্সবাজার সৈকত দখল ও অব্যবস্থাপনার জন্য স্থানীয় প্রশাসনকে দুষছে টুরিস্ট পুলিশ টেকনাফে মাটি খুঁড়ে মিললো ১ লাখ ২০ হাজার ইয়াবা প্রত্যাবাসন চাই- জাতিসংঘে সম্মেলনের আগে ক্যাম্পে সমাবেশ করে বিশ্বকে রোহিঙ্গাদের বার্তা অবহেলার বোঝা নামিয়ে টেকসই ভবিষ্যতের ডাক চায় সিসিএডি ‘কংক্রিটের ফাঁদে’ কক্সবাজারের পর্যটন: কেনো আসেনা বিদেশিরা? চিকিৎসাধীন ওয়্যারহাউজ পরিদর্শক জান্নাতুল নাঈমের মৃত্যু
কক্সবাজারে পর্যটন:

অবহেলার বোঝা নামিয়ে টেকসই ভবিষ্যতের ডাক চায় সিসিএডি

আজ বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) ঘোষিত এবারের প্রতিপাদ্য, “পর্যটন ও টেকসই রূপান্তর।” এই তাৎপর্যপূর্ণ দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের ঠিকানা কক্সবাজারে যেমন অপরিসীম সম্ভাবনা রয়েছে, তেমনি ভয়াবহ সংকটও ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স (সিসিএডি) এক বিবৃতিতে বলেছে, প্রতি বছর প্রায় ৭০ থেকে ৮০ লাখ পর্যটক সমুদ্রসৈকতে ভিড় জমালেও মৌলিক নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। আর্থিক সংকটে লাইফগার্ড কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম, যেখানে প্রতিদিন হাজারো মানুষ সাগরে নেমে জীবন ঝুঁকিতে ফেলেন। এর সঙ্গে মাদক, ছিনতাই আর হয়রানির মতো অপরাধ যোগ হয়ে পুরো পরিবেশকে অস্থির করে তুলছে, ক্ষুণ্ণ করছে দেশের ভাবমূর্তিও।

সংস্থাটি বলছে, সমুদ্রসৈকতের প্রাকৃতিক রক্ষাকবচ বালিয়াড়ি বছর বছর বিলীন হয়ে যাচ্ছে দখলদারদের কারণে। রাজনৈতিক প্রভাব আর ব্যক্তিস্বার্থের কাছে পরিবেশ সুরক্ষা বারবার পরাজিত হচ্ছে। অপরিকল্পিত নগরায়ন পরিস্থিতিকে আরও জটিল করছে। নীল অর্থনীতি নিয়ে নানা পরিকল্পনা থাকলেও স্থানীয়দের অংশগ্রহণ নগণ্য। লবণচাষীরা ন্যায্যমূল্য পান না, কৃষিপণ্য হিসেবেও তাদের স্বীকৃতি নেই।

তাদের মতে, স্থানীয় উন্নয়নের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গা শরণার্থীর চাপ, পাশাপাশি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও আধুনিক স্বাস্থ্যসেবার অভাবও।

বিবৃতিতে কক্সবাজারকে শুধু ভ্রমণ গন্তব্য হিসেবে নয়, বরং নিরাপদ, পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নীল অর্থনীতির বিশ্বমানের মডেল শহর হিসেবে গড়ে তোলার জন্য সরকারের প্রতি জাতীয় অঙ্গীকারের আহ্বান জানানো হয়েছে।

সিসিএডি বলেছে, “প্রকৃতির প্রতি সম্মান, মানুষের প্রতি মর্যাদা এবং উন্নয়নের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে কক্সবাজারকে জাতীয় গর্বের প্রতীকে রূপান্তর করাই এখন সময়ের দাবি।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাখাইনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে: ড. খলিলুর রহমান

This will close in 6 seconds

কক্সবাজারে পর্যটন:

অবহেলার বোঝা নামিয়ে টেকসই ভবিষ্যতের ডাক চায় সিসিএডি

আপডেট সময় : ০২:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আজ বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) ঘোষিত এবারের প্রতিপাদ্য, “পর্যটন ও টেকসই রূপান্তর।” এই তাৎপর্যপূর্ণ দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের ঠিকানা কক্সবাজারে যেমন অপরিসীম সম্ভাবনা রয়েছে, তেমনি ভয়াবহ সংকটও ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স (সিসিএডি) এক বিবৃতিতে বলেছে, প্রতি বছর প্রায় ৭০ থেকে ৮০ লাখ পর্যটক সমুদ্রসৈকতে ভিড় জমালেও মৌলিক নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। আর্থিক সংকটে লাইফগার্ড কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম, যেখানে প্রতিদিন হাজারো মানুষ সাগরে নেমে জীবন ঝুঁকিতে ফেলেন। এর সঙ্গে মাদক, ছিনতাই আর হয়রানির মতো অপরাধ যোগ হয়ে পুরো পরিবেশকে অস্থির করে তুলছে, ক্ষুণ্ণ করছে দেশের ভাবমূর্তিও।

সংস্থাটি বলছে, সমুদ্রসৈকতের প্রাকৃতিক রক্ষাকবচ বালিয়াড়ি বছর বছর বিলীন হয়ে যাচ্ছে দখলদারদের কারণে। রাজনৈতিক প্রভাব আর ব্যক্তিস্বার্থের কাছে পরিবেশ সুরক্ষা বারবার পরাজিত হচ্ছে। অপরিকল্পিত নগরায়ন পরিস্থিতিকে আরও জটিল করছে। নীল অর্থনীতি নিয়ে নানা পরিকল্পনা থাকলেও স্থানীয়দের অংশগ্রহণ নগণ্য। লবণচাষীরা ন্যায্যমূল্য পান না, কৃষিপণ্য হিসেবেও তাদের স্বীকৃতি নেই।

তাদের মতে, স্থানীয় উন্নয়নের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গা শরণার্থীর চাপ, পাশাপাশি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও আধুনিক স্বাস্থ্যসেবার অভাবও।

বিবৃতিতে কক্সবাজারকে শুধু ভ্রমণ গন্তব্য হিসেবে নয়, বরং নিরাপদ, পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নীল অর্থনীতির বিশ্বমানের মডেল শহর হিসেবে গড়ে তোলার জন্য সরকারের প্রতি জাতীয় অঙ্গীকারের আহ্বান জানানো হয়েছে।

সিসিএডি বলেছে, “প্রকৃতির প্রতি সম্মান, মানুষের প্রতি মর্যাদা এবং উন্নয়নের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে কক্সবাজারকে জাতীয় গর্বের প্রতীকে রূপান্তর করাই এখন সময়ের দাবি।”