তানযীমুল উম্মাহ’র কক্সবাজার জোনাল চীফ অধ্যক্ষ রিয়াদ হায়দারের বড় ভাই মাহবুবুল করিম আর নেই।
দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভুগে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ( ৪৩) বছর।
মরহুম মাহবুবুল করিম মা, স্ত্রী, ভাই-বোন, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার জোহরের নামাজের পর তেতৈয়া সওদাগর পাড়া কেন্দ্রীয় মসজিদ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, তিনি টিটিএন-এর সিইও তৌফিক লিপুর ফুপাতো ভাই ছিলেন।