প্রায় দুই কোটি ত্রিশ লক্ষ বার হাজার আটশত উনাশি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে উখিয়ার পালংখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বকতার আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এই মামলা দায়ের করা হয় বলে দুদকের কক্সবাজারস্থ সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন টিটিএন’কে বলেন,’ মামলা এজাহার দাখিল করা হয়েছে, আদালত পরবর্তী আইনি পদক্ষেপ নিতে নির্দেশনা দিবেন।’
দুদকের দাবী, আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় শীর্ষ মাদক ব্যবসায়ী পালংখালীর ২নং ওয়ার্ডের আব্দুল মজিদের পুত্র বকতার।