বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ভারত থেকে জুলাই আন্দোলন মনিটরিং করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
২৪ এর অভ্যুত্থানে বিএনপি’র অবদান সবচেয়ে বেশি উল্লেখ করে এ নেতা বলেন,”তারেক রহমান লন্ডন থেকে মনিটরিং করতেন আর সালাহউদ্দিন সাহেব ভারত থেকে আন্দোলন মনিটরিং করেছেন।”
সোমবার বিকেলে কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘের প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশে শহীদ হয়েছে ১৪০০ জন। এরমধ্যে ৮৪৮ জনই বিএনপি’র বলে দাবি তার।
তিনি আরও বলেন, আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ ও কারাগারে বন্দী ছিল বিএনপির কর্মী। তাই ২৪ এর অভ্যুত্থানে বিএনপি ছিল না বিষয়টি হাস্যকর বলে মনে করেন তিনি।
কাজল বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায় রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলাসহ মোট চার দাবিতে বিএনপির এই মহা সমাবেশের আয়োজন।
প্রধান উপদেষ্টা মো. ইউনূসকে উদ্দেশ্য করে কাজল বলেন, ডিসেম্বরের মধ্যে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। আন্দোলন সংগ্রামের হুশিয়ারী দিয়ে এ নেতা বলেন, আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।