রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা ছাড়া ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম সম্ভব নয়। ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করে ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচনার পাশাপাশি দেশের মানুষকে গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রের নতুন বন্দোবস্তের জন্য জামায়াতে ইসলামীর প্রত্যেক স্তরের নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সাবরাং ইউনিয়ন শাখা ৯ ওয়ার্ড জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী এসব কথা বলেন।
শুক্রবার (৪ জুলাই) বিকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সাবরাং ইউনিয়ন শাখা ৯ ওয়ার্ড জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি আরো বলেন, নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। এ লড়াইয়ে জামায়াতে ইসলামীর প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকতে হবে। ষড়যন্ত্রকারী, গণতন্ত্র হত্যাকারীদের প্রতিহত করতে ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর পূর্বজোন ২ নং ওয়ার্ড সেক্রেটারী সাবরাং ৯ নং ওয়ার্ডের বাসিন্দা হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্ড জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সরওয়ার কামাল সিকদার। সাবরাং ইউনিয়ন জামায়াতের সভাপতি শাহ মোহম্মদ জুবাইর, কক্সবাজার জেলা আইনজীবি শাখা ২ নং জোনের সেক্রেটারী এডভোকেট আব্দুল আমিন, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর জামায়াতের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, সাবরাং ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ খুবাইবসহ দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।