কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে টমটমে (ইজিবাইক) করে ইয়াবা পাচারের সময় ৩০ হাজার ইয়াবা সহ একজনকে আটক করেছে বিজিবি।
বিজিবির ৬৪ উখিয়া ব্যাটালিয়ন সূত্র বলছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পালংখালীর লেদা বাজার নামক এলাকায় ইয়াবাসহ তাকে
গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃত বৃদ্ধ টমটম চালক, উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর জামতলি এলাকার মৃত আব্দুল ছালামের পুত্র মোহাম্মদ আব্দুল হক(৬০)৷
স্থানীয় সূত্রের দাবী, সংঘবদ্ধভাবে মিয়ানমার থেকে ইয়াবা এনে দেশের সবত্র পাচারে জড়িত একটি চক্র। বহনকারী আইনের আওতায় আসলেও চক্রের মুলহোতা সহ বেচাকেনায় যুক্ত অন্যরা অদৃশ্য কারণে ধরা ছোঁয়ার বাইরে।
এবিষয়ে মাদক আইনে মামলা দায়েরের পাশাপাশি আটককৃত ব্যক্তিকে জব্দ হওয়া ইয়াবা ও টমটম সহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জসীম উদ্দিন।