“অনেক দিন পর আবার চেনামুখ বন্ধু কি খবর মুহুর্ত বলুক” গানটির মতোই বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা। তারপর আড্ডার মুখরতায়,স্মৃতির ঝাপি খোলায় আর বাঁকখালী নদীর জলে নিজেদের প্রতিচ্ছবি,প্রতিধ্বনি…. দেখা হবে বন্ধু কারণে আর অকারণে…..।
বুধবারের স্নিগ্ধ সকাল। একে একে এসএসসি ব্যাচ ৮৮ এর বন্ধুদের গন্তব্য হয়ে উঠে কস্তুরাঘাটের নতুন ব্রীজ এলাকার উন্নয়ন রিভার ভিউ কটেজ প্রাঙ্গণ। কক্সবাজার জেলা প্যানেলের উদ্যোগে সেখানেই দিনব্যাপী নানান আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ৮৮’র বন্ধু মেলা। যেখানে অংশ নেয় ১০৪ জন বন্ধু।
সকালে রেজিষ্ট্রেশন ও পরিচিতি পর্ব শেষে অনুষ্ঠিত হয় আলোচনা ও স্মৃতিচারণ। এরপর মধ্যাহ্নভোজ সাথে অনেকদিন পর দেখা ও বন্ধুদের সাথে পুরোনো সেই দিনের কথায় ফিরে যাওয়া। একসময় ডাক এলো ভাগ্য নিলামের র্যাফল ড্র’র। তারপর চায়ের কাপের উষ্ণতায় বিকেলের সূর্য হেলে পশ্চিমে আর দিনের বন্ধু মেলা সাঙ্গ হয়, বিদায়ের বেলায় আবার একসাথে হওয়ার প্রত্যয় সকলের কন্ঠে।