ইংরেজি বর্ষের শেষ দিন ৩১ ডিসেম্বর ঘিরে কক্সবাজারে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন টিটিএনকে মুঠোফোনে জানান, ২৯ ডিসেম্বর থেকে ৩ দিন ব্যাপী বিশেষ নজরদারির আওয়াতায় নিয়ে আসা হয়েছে কক্সবাজার শহরকে। ১০ টি জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাসি করা হচ্ছে যানবাহন গুলোকে।
জসীম উদ্দিন বলেন, অব্যাহত নজরদারি মধ্যে সাদা পোশাকেও নিয়োজিত আছে পুলিশ সদস্যরা। শহরের যানজট নিয়ন্ত্রণেও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সন্দেহজনক লোকজনকেও তল্লাসি করা হচ্ছে।
উন্মুক্ত কোনো আয়োজন থাকছেনা জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, কয়কটি তারকামানের হোটেলে অভ্যন্তরীণ আয়োজন হচ্ছে। এতেও কঠোর নিরাপত্তা জোরদার থাকবে।
কক্সবাজারের লাইসেন্স প্রাপ্ত সকল পানশালা (এলকোহল বার) গুলোর বন্ধ থাকবে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন।