কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কৃত্রিম সংকট তৈরী করে যাতে কেউ মসল্লাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর বৃদ্ধি করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারি রাখার আহবান জানান।
সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ সাইফ উদ্দীন শাহীন,সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।
এ সময় সেনাবাহিনী, র্যাব, বিজিবিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অবৈধপথে চাল,সার,সিমেন্টসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাচার রোধ, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এর আগে চোরাচালান মামলা মনিটরিং,জেলা আদালত সহায়তা, নারী ও শিশু পাচাররোধ সংক্রান্ত মামলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।